ভারতীয়দের গণ পরিবহণের সবচেয়ে বড় মাধ্যম হল দেশটির রেলসেবা। প্রতিদিন কোটি কোটি মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ট্রেন। তবে ভারতীয় রেলের এমন অনেক ঘটনা রয়েছে যা জানলে অবাক হবেন। তেমন একটি হল কোনো ট্রেনের সাড়ে তিন বছর লেট গন্তব্যে পৌঁছানো।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় রেলের ইতিহাসে ঘটেছে এমনও ঘটনা। নির্দিষ্ট স্টেশন থেকে বেড়িয়ে ৪২ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছর। চলুন জানা যাক সেই ঘটনা।
২০১৪ সালে ১৪ লক্ষ টাকার সার নিয়ে এই মালবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে যাত্রা করে। গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বাস্তি। মোট যাত্রাপথ ছিল ৪২ ঘণ্টার। কিন্তু অজানা কোনো কারণে ট্রেনটি বাস্তি পৌঁছায়নি।