সাংবাদিকতায় এআই, কোটি ডলার দিচ্ছে মাইক্রোসফট, ওপেনএআই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫২

বার্তাকক্ষে বিভিন্ন নতুন এআই টুল চালু করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্পে অনুদান দিচ্ছে মাইক্রোসফট ও ওপেনএআই।


‘শিকাগো পাবলিক মিডিয়া’, ‘মিনেসোটা স্টার ট্রিবিউন’, ‘নিউজডে’ (নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকার প্রকাশনা), ‘দ্য ফিলাডেলফিয়া ইনকয়্যারার’ ও ‘সিয়াটল টাইমস’, এ কয়টি সংবাদমাধ্যমকে কোম্পানি দুটি এক কোটি ডলার পর্যন্ত অনুদান দেবে।


এই অর্থে নিজেদের কাজে এআই ব্যবহার করে এ সংশ্লিষ্ট প্রকল্পের বিকাশ ও পত্রিকাগুলোর ব্যবসায়িক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকাশনা দুই বছরের জন্য একজন করে ‘এআই ফেলো’ নিয়োগ দেবে। এ অনুদানের দ্বিতীয় দফায় এ আর্থিক তহবিল পেতে পারে আরও তিনটি প্রকাশনা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us