লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর এক ঘণ্টারও কম সময় আগে স্থানীয় বাসিন্দাদের বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহ থেকে দ্রুত সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমে দাহিয়েহতে অন্তত দুটি বিমান হামলা হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।
দাহিয়েহ ছাড়াও এদিন হারেত হেরিক এবং কাছাকাছি হাদাথ এলাকার অন্তত দুটি ভবনের আশপাশ থেকে লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ করা একটি মানচিত্রে ওই ভবন দুটি লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ভবন দুটিতে ‘হিজবুল্লাহর অবস্থান এবং স্বার্থ’ আছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের ওই ভবন দুটি থেকে অন্তত ৫০০ মিটার দূরে চলে যেত বলেছে। বলেছে, শিগগিরই সেখানে হামলা চালানো হবে।