আগস্ট বিপ্লবকে অর্থবহ ও মজবুত ভিত্তি দিতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তিকে মুক্ত জ্ঞান চর্চা ও ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের স্থানীয় মিলনায়তনে সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোন আয়োজিত ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুস্তাফিজুর রহমান ও জোন টিম সদস্য আব্দুল্লাহ মুয়াজ।