টাইফয়েড জ্বর আমাদের দেশে সংক্রমণজনিত জ্বরের অন্যতম কারণ। এটি দুই ধরনের জীবাণুর সংক্রমণে হতে পারে—সালমোনেলা টাইফি ও সালমোনেলা প্যারাটাইফি। সালমোনেলা টাইফির সংক্রমণে টাইফয়েড বা এন্টারিক ফিভার এবং সালমোনেলা প্যারাটাইফির কারণে হয় প্যারাটাইফয়েড।
সংক্রমণ
প্রধানত দূষিত পানি ও খাবারের মাধ্যমে টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করে। দুই ধরনের জীবাণুর সংক্রমণের লক্ষণ প্রায় একই। আক্রান্ত ব্যক্তির প্রবাহিত রক্ত ও অন্ত্রনালিতে এ ব্যাকটেরিয়া অবস্থান করে ক্রমে রক্তস্রোতে ছড়িয়ে পড়ে। প্রথম সপ্তাহে দেখা দেয় জ্বর; যা কখনো ছাড়ে না, ক্রমে তীব্রতা ও মাত্রা বাড়তে থাকে। এ ছাড়া পেটব্যথা, মাথাব্যথা, কারও কোষ্ঠকাঠিন্য, কারও ডায়রিয়া হতে পারে। নাড়ির গতি কম পাওয়া যায়।