বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
এদিকে জাতীয় পার্টির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতা–কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। রাত ১০টার দিকে সেখানে তারা সমাবেশ করে।