যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিমধ্যে অন্তত ১০০ জন ধনকুবের সমর্থন জানিয়েছেন। তাঁদের কেউ কমলাকে সমর্থন দিয়েছেন, আবার কেউ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। তবে এখন পর্যন্ত ধনকুবেরদের সমর্থনের দিক থেকে কমলার ঝুলিটাই বেশি ভারী।
শীর্ষ ধনী ইলন মাস্কের সমর্থন পেয়েছেন ট্রাম্প। তবে ধনকুবেরদের সবাই যে প্রার্থীদের সমর্থন দিতে উঠেপড়ে লেগেছেন, তা নয়; ওয়ারেন বাফেট ও মার্ক জাকারবার্গের মতো অন্যতম শীর্ষ ধনীদের কেউ কেউ এ ক্ষেত্রে নিজেদের দূরে রাখছেন।
ফোর্বসের তালিকা অনুসারে ৭৬ জন ধনকুবের কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন। আর ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৯ ধনকুবেরের।