‘জিরো-ডে’ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে কোয়ালকমের বেশ কয়েকটি চিপসেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হ্যাকাররা। এ চিপসেটগুলো অ্যান্ড্রয়েডের জনপ্রিয় অনেক ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। যদিও ত্রুটির নিরাপত্তা প্যাচ (Patch) উন্মুক্ত করা হয়েছে, তবে এর সঙ্গে কারা জড়িত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কোয়ালকম অবশ্য নিরাপত্তা ত্রুটি ও তাদের চিপসেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয় নিশ্চিত করেছে। খবর টেকক্রাঞ্চ।
জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত এক ধরনের সফটওয়্যারের দুর্বলতা বা বাগ। সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে প্যাচ উন্মুক্তের আগেই হ্যাকাররা যদি সে ত্রুটি কাজে লাগিয়ে থাকে, তাহলে সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।