অর্থনীতি চাঙা করতে চীনের প্রণোদনা, ৩২৫ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার ঘোষণা

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২০:৪৯

ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙা করার লক্ষ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এজন্য বিশেষ বন্ড ছেড়ে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ানের সমপরিমাণ ৩২৫ দশমিক ৩ বিলিয়ন বা সাড়ে ৩২ হাজার কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে দেশটি। তবে প্রণোদনায় মোট অর্থের পরিমাণ কত হবে তা স্পষ্ট করেনি চীন। এজন্য বাজারে আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে প্রণোদনার ইতিবাচক প্রভাব ফেলা নিয়ে সংশয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। 


ঋণগ্রস্ত স্থানীয় সরকারকে সহায়তা; নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি ও ব্যাংকে মূলধন যোগান এবং দেশের টালমাটাল আবাসন খাতে স্থিতিশীলতা আনতে প্রণোদনার অর্থ ব্যয় করা করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আজ শনিবার চীনের অর্থমন্ত্রী লান ফো’য়ান সংবাদ সম্মেলনে বন্ড ছাড়ার ঘোষণা দেন। 


বার্তা সংস্থা এএফপি বলছে, অর্ধনীতি চাঙা করার লক্ষ্য নিয়ে গত সপ্তাহেও বেশ কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের মধ্যে ছিল সুদের হার কমানো ও ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা করা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us