দুর্গাপূজার শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

যুগান্তর প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১৭:২৫

শারদীয় দুর্গাপূজার শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সবাই সহযোগিতা করলে বাংলাদেশের লোকজন ৩৬৫ দিন নিরাপদে থাকবে।রোববার দশমীর দিন পর্যন্ত তো বিশেষ নিরাপত্তা থাকবেই, এরপরেও পুরো বাংলাদেশে নিরাপত্তা থাকবে।


বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমি সবসময় বলে আসছি, এবার পূজা হবে সব থেকে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে।


এবারের পূজায় সরকারি অনুদানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবারই মনে হয় সব থেকে বেশি পূজার জন্য ৪ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে। এর আগে দুই কি ৩ কোটি- এই পরিমাণ টাকা ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us