১৭ বছর তো একেবারে কম সময় নয়। চোখের পলকে সময় চলে গেলেও রয়ে যায় কত স্মৃতি। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৩৯ টি-টোয়েন্টি। দিল্লিতে গতকাল সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি হয়।
সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়ের মতো তরুণদের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে মাহমুদউল্লাহর। ময়মনসিংহের মুনিমের ক্যারিয়ার ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে থেমে থাকলেও ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি (মুনিম) আবেগঘন পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহকে নিয়ে। এলাকার বড় ভাই বলেই হয়তো মাহমুদউল্লাহর প্রতি মুনিমের আবেগ বেশি ফুটে উঠেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আপনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী আপনি।’