স্মার্টফোনে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল গুগল ম্যাপস। ভ্রমণ পথে মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সাহায্য করে থাকে এ অ্যাপ। তবে, যারা প্রথম প্রথম এ অ্যাপটি ব্যবহার শুরু করেন তাদের কাছে অ্যাপটি কিছুটা জটিল মনে হতে পারে।
দৈনন্দিন যাত্রার সময় ট্রাফিক আপডেট পাওয়া থেকে শুরু করে গন্তব্যের সঠিক রাস্তা খোঁজার কাজে এ অ্যাপ ব্যবহার করা যায়, ফলে শিখে ফেলা উচিত এর কিছু মৌলিক ফিচার। এ অ্যাপের নতুন ব্যবহারকারীদের জন্য একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট মিডিয়াম। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
গুগল ম্যাপ ওয়েব ও অ্যাপ উভয় মাধ্যমে ব্যবহার করা যায়। কেউ ফোন থেকে ব্যবহার করতে চাইলে আগে ম্যাপস অ্যাপটি ইনস্টল করতে হবে।