উপেক্ষিত মানবতা এখন গাজা থেকে লেবাননে

যুগান্তর এম এ হালিম প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩৬

৭ অক্টোবর ২০২৩, ইসরাইলি সময় সকাল ৬টা ৩০ মিনিট। ফিলিস্তিনি জাতীয়তাবাদী সশস্ত্র গ্রুপ হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফ ঘোষণা করেন, গাজা থেকে দক্ষিণ ইসরাইলে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপের সমন্বিত রকেট হামলা ও সীমান্ত প্রতিরোধ অতিক্রম করে স্থল আক্রমণের খবর।


হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর ৭ হাজার সদস্য এ হামলায় অংশগ্রহণ করেন। হামাস সে হামলার নাম দেয় Operation Al-Aqsa। আর ইসরাইল হামলা প্রতিরোধের নাম দেয় Black Sabbath। প্রথম হামলায়ই ১ হাজার ১৩৯ জন নিহত হন, যার মধ্যে ৬৯৫ জন ছিল বেসামরিক মানুষ। হামাস ২৫০ জন ইসরাইলিকে জিম্মি করে। আন্তর্জাতিকভাবে পরিচিতি ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধের আজ এক বছর পূর্ণ হলো। কিন্তু মানবতাবিধংসী এ যুদ্ধ বন্ধ অথবা যুদ্ধবিরতি কোনো উদ্যোগই সফল হয়নি, বরং এ যুদ্ধ এখন লেবানন পর্যন্ত গড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us