রাহুমুক্ত হওয়ার পর নানামুখি চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগুচ্ছে রাজশাহী প্রেস ক্লাব। ২৬ আগস্ট নির্বাহী কমিটি তলবি সভার মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত করে। ঐ সভায় ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর পরই শুরু হয় এই চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জের মুখে পড়ে আহ্বায়ক কমিটিতে নতুন করে দু'জনকে অন্তর্ভুক্ত করা হয়। এই নয়া আহ্বায়ক কমিটি প্রথমবারের মত গত ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যেই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে। যা সভায় আগত মান্যবর অতিথিদেরকেও আহত করে।