এ সময় বাইক নিয়ে ভ্রমণে গেলে যা খেয়াল রাখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ২৩:২২

প্রতিদিন কর্মস্থলে যাওয়া কিংবা শপিংয়ে সব জায়গায় যাচ্ছেন বাইকে। যানজট এড়াতে বেশিরভাগ মানুষ এখন দুই চাকার যান ব্যবহার করছেন। এমনকি ঘুরতে যাওয়ার সময়ও সঙ্গী হচ্ছে শখের বাইকটি। তবে এ সময় অর্থাৎ বৃষ্টিতে যদি বাইক নিয়ে দূরে কোথাও যান তাহলে বাড়তি সতর্ক থাকুন।


>> বৃষ্টি থেকে বাঁচতে অবশ্যই রেইনকোট এবং বাইকের কাভার সঙ্গে নিন। এছাড়া লম্বা সফরে যাওয়ার আগে অবশ্যই কোনো বাইক মিস্ত্রি বা বাইকের দোকানে গিয়ে আপনার বাহনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। বাইকের চেন, মোবিল, ব্রেক, ব্রেক প্যাড ও বাকি সব ঠিক আছে কিনা ভাল করে দেখে নিন।


>> বিপদের জন্য প্রস্তুত থাকুন আগে থেকেই। এখন অনেক সংস্থা লম্বা সফরের ক্ষেত্রে মূল্যের পরিবর্তে সহযোগিতা বা রোড অ্যাসিস্টের সুবিধা দিয়ে থাকে। সফরে বের হওয়ার আগেই আপানার বাইকের জন্য এই রোড অ্যাসিস্ট করিয়ে নিতে পারেন। তাতে রাস্তায় বা হাইওয়েতে যদি হঠাৎ আপনার গাড়ি খারাপ হয়েও যায়, তা হলে এদের টোল ফ্রি নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us