ডিম ভেঙে যায় কি না, তা নিয়ে কতজনের কতই–না সতর্কতা, কতই–না যত্ন। ডিম আনা-নেওয়ার সময় কিছুর সঙ্গে ধাক্কা খেল কি না, ডিমের খোসা ফেটে গেল কি না—এমন নানা দুশ্চিন্তা পোহাতে হয় তাঁদের। এরই মধ্যে ওপর থেকে পড়ে গেলে তো কথাই নেই। তাঁরা ধরেই নেন, ডিম শেষ। তবে এ সতর্কতা, যত্নআত্তি আর দুশ্চিন্তা মিথ্যা প্রমাণ করে দিয়েছে একটি ডিম। একেবারে ৮৩ ফুট উঁচু থেকে ফেলার পরও দিব্যি অক্ষত রয়েছে সেটি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একদল শিক্ষার্থী সম্প্রতি এ ‘অসাধ্য’ সাধন করে দেখিয়েছেন। শুধু তা–ই নয়, এত উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার কৃতিত্ব দেখিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।ৎ