নতুন কিছু টুল উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। এগুলো বিভিন্ন নির্মাতার জন্য কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি সহজ করবে।
বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে জেনারেটিভ এআই দৌড়ের মধ্যেই, মঙ্গলবার ওপেনএআই এসব টুল উন্মোচন করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
পরীক্ষার জন্য কোম্পানিটি প্রকাশ করেছে নতুন এক রিয়াল-টাইম টুল। এটি অ্যাপ নির্মাতাদের মাত্র এক ধাপের নির্দেশাবলী ব্যবহার করেই এআই ভয়েস অ্যাসিসট্যান্ট তৈরির সুযোগ দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট সমর্থিত স্টার্টআপ কোম্পানিটি।