তিস্তাসহ সব নদীর পানি বৈষম্যের অবসান হোক

জাগো নিউজ ২৪ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১১:১৫

আশ্বিনের ১২ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ তিস্তা নদীতে হঠাৎ করে খুব বেশি পানির চাপ দেখা দিয়েছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানির চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। ফলে ডুবে সয়লাব হয়ে গেছে তিস্তা নদীর দুই পাড়ের বহু বাড়িঘর, আবাদি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। জলকপাট খুলে দিলেই হঠাৎ বন্যা শুরু হয় এবং বন্ধ করে দিলে পানির সাথে আসা পাহাড়ি বালু জমা হয়ে একদিকে নদীর তলদেশ ভরাট হয়ে যায়।


অন্যদিকে বড় বড় চর জেগে ও আবাদি জমিতে নতুন খসখসে বালু স্তূপীকৃত হয়ে চাষাবাদের অনুপুযুক্ত হয়ে পড়ে। সেখানে রবিশস্য আবাদ করাও দুষ্কর হয়ে যায়। দিগন্তবিস্তৃত বালুভর্তি নদীতট ও বিরাণভূমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকে। বালুচরে ‘স্যান্ডসার্ফিং’ করে প্রান্তিক কৃষকরা জীবন বাঁচানোর উপায় খুঁজে হণ্যে হয়ে বেড়ায়। এরা আমাদের দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর তালিকাভুক্ত হলেও যুগ যুগ ধরে তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us