হিজবুল্লাহ, লেবাননের প্রভাবশালী শিয়া রাজনৈতিক দল এবং সামরিক সংগঠন। তার প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্য ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
হাসান নাসরুল্লাহ (Hassan Nasrallah) হিজবুল্লাহর নেতৃত্ব গ্রহণ করেন ১৯৯২ সালে। তার কৌশলী নেতৃত্বের কারণে হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক প্রতিরোধ সংগঠন নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিত হয়। তার সময়কালে হিজবুল্লাহ আন্তর্জাতিক স্তরে ইরান ও সিরিয়ার মিworldত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।