১৬ বছরে ভাড়া পরিশোধ করেনি আ.লীগ, কার্যালয়ে তালা

যুগান্তর প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১২:৫২

ভাড়া পরিশোধ না করায় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয়। ১৬ বছরের বকেয়া টাকা আদায় করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বরগুনা সদর উপজেলা প্রশাসন। যথাসময়ে বকেয়া ভাড়া পরিশোধ না করলে কার্যালয় বিহীন হয়ে পড়বে বরগুনা জেলা আওয়ামী লীগ। এদিকে দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ার তথ্য জেনে হতবাক স্থানীয়রা।


খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা শহরের ফার্মেসি পট্টিতে বরগুনা সদর উপজেলা প্রশাসনের ১৬টি প্লট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে মাসিক ভাড়া চুক্তিতে ভাড়া দেওয়া হয়। এর মধ্যে ৫৫২ বর্গফুট জায়গায় একটি দোতলা টিনের ঘর তৈরি করে দীর্ঘ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ জন্য ইজারার শর্ত হিসেবে সবশেষ ২০২১ সালের ১ জুলাই বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভাড়া ১ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করে চিঠি দেয় উপজেলা প্রশাসন। কিন্তু ১৬ বছর ধরে ভাড়ার কোন টাকাই পরিশোধ করেনি দলটি। গত রবিবার বিকালে বকেয়া ভাড়া আদায় করার জন্য আওয়ামী লীগের জেলা কার্যালয়টি তালাবদ্ধ করেছে সদর উপজেলা প্রশাসন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us