ফেইসবুক পেইজ বন্ধ করা বা মুছে ফেলার সহজ নিয়ম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৮

বিভিন্ন কারণে ফেইসবুক পেইজ চালু করেছেন, কিন্তু এখন তেমন কাজে লাগছে না? এ অবস্থায় পেইজটি বন্ধ বা মুছে ফেলার কথা ভাবতে পারেন।


ফেইসবুকের সেটিংস অপশনের মারপ্যাঁচে অনেকে পেইজ ডিলিট বা ডিঅ্যাকটিভেট করার অপশন খুঁজে নাও পেতে পারেন। আবার ফেইসবুক নিজেও কিছুদিন পরপর তার লেআউট এবং সেটিংস বদলায়। ফলে, এই সময়ে কোনো পেইজ ডিলিট করতে গেলে কীভাবে এগোতে হবে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।


ওয়েব থেকে


ফেইসবুক পেইজ বন্ধ করতে, যে অ্যাকাউন্ট থেকে পেইজটি চালু করা হয়েছে বা যে অ্যাকাউন্ট পেইজটির অ্যাডমিন সেই অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ওপরের ডান কোণা থেকে পেইজ আইকনটি বেছে নিন।


এখানে নিজের ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইল ছবিতে ক্লিক করুন, এরপর পেইজে ক্লিক করুন।


স্ক্রিনের ওপরের ডান কোণায় পেইজের প্রোফাইল ছবির ওপর ক্লিক করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন বেছে নিন। পরের স্ক্রিনে ‘সেটিংস’ অপশনে যান।


নিচে স্ক্রল করে ‘ইয়োর ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন। এরপর ‘অ্যাকসেস অ্যান্ড কন্ট্রোল’ অপশনটি বেছে নিন।


এবার সিদ্ধান্ত নিন পেইজটি ‘ডিঅ্যাকটিভেট’ করবেন না ‘ডিলিট’ করবেন।



ডিঅ্যাকটিভেট করার অপশন অস্থায়ী। এ অপশন বেছে নিলে পেইজটি ডিলিট হওয়ার মতোই লুকিয়ে ফেলবে ফেইসবুক। পাশাপাশি, পুনরুদ্ধারেরও সুযোগ থাকবে।


ডিঅ্যাকটিভেট করতে চাইল অবশ্যই একটি কারণ দেখাতে হবে। ‘দিস ইজ টেম্পোরারি’ অপশনটি বেছে নিলে একটি তারিখ দিতে হবে, যখন পেইজটি পুনরায় চালু হবে। এখানে ‘আদার্স’ অপশনটি বেছে নিয়ে বাক্সে কারণ লিখলে অনির্দিষ্ট কালের জন্য পেইজটি বন্ধ হয়ে যাবে।


অন্যদিকে পেইজটি ডিলিট করা বা মুছে ফেলা একদম স্থায়ী। এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে, পেইজ ডিলিট করার আগে তথ্যের একটি অনুলিপি ডাউনলোড করতে বা অন্য কোথাও স্থানান্তর করতে পারবেন।


মোবাইল অ্যাপ থেকে


মোবাইল অ্যাপ ব্যবহার করেও এটি করতে পারেন। প্রথমে, নিশ্চিত করুন এমন অ্যাকাউন্ট লগ ইন করেছেন যা পেইজের সেটিংস পরিবর্তন করতে পারে।


এরপর মেনু অপশনে যান, আইফোনের বেলায় স্ক্রিনের নিচে ও অ্যান্ড্রয়েডে ওপরে পাবেন। মেনু থেকে নিজের ব্যক্তিগত ছবির পাশের ড্রপ ডাউন আইকনে চাপুন। সেখান থেকে যে পেইজটি ডিলিট বা ডিঅ্যাকটিভেট করতে চান সেটি বেছে নিন।


মেনু ট্যাবে, সেটিংস আইকনে চাপুন। পরের পেইজে ‘ইয়োর ইনফরমেশন’ অপশনের নিচে ‘অ্যাকসেস অ্যান্ড কন্ট্রোল’ বোতামে চাপুন।


এবার ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিটেশন’ অপশনে চাপুন। এরপর ‘ডিঅ্যাকটিভেট পেইজ’ অথবা ‘ডিলিট পেইজ’ থেকে একটি বেছে নিন। ‘কন্টিনিউ’ অপশনে চেনে স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করলেই পেইজটি বন্ধ করতে বা পুরোপুরি মুছে ফেলতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us