হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও মহাসাগরের প্রাণে শক্তি জোগাচ্ছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণা— সম্প্রতি এমনই উঠে এসেছে এক বিস্ময়কর আবিষ্কারে।
সাহারা মরুভূমির এই ধূলিকণায় রয়েছে আয়রন। এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা কোনো জ্যান্ত প্রাণীর শ্বাসপ্রশ্বাস, সালোকসংশ্লেষণ ও ডিএনএ সংশ্লেষণের মতো বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়।