সম্প্রতি মাননীয় প্রধান বিচারপতি সর্বস্তরের বিচারকদের উদ্দেশে প্রথমবার দেওয়া অভিভাষণে আদালতের কার্যক্রম সুসম্পন্ন করার লক্ষ্যে কিছু যৌক্তিক পরামর্শ উপস্থাপন করেছেন। তার বক্তব্য সুধীমহলের মনোযোগ আকর্ষণ করেছে। জাতির দীর্ঘ আকাঙ্ক্ষা পূরণে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় তার ইতিবাচক ভূমিকা প্রত্যাশিত। বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ হিসাবে পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাছাড়া সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রেও তিনি সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন।
বিচার বিভাগে দুর্নীতির মূলোৎপাটনে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি জানান, জেলা জজ ও বিচারকদের দুর্নীতি দমনে ব্যর্থতা তাদের পেশাগত অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। বিচারকাজে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিচারের গতি ও মানকে ত্বরান্বিত করতে দ্রুত ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। তিনি মামলাজটকে বিচার বিভাগের বড় সমস্যা হিসাবে উল্লেখ করেন। মামলার তুলনায় বিচারকের সংখ্যার অপ্রতুলতাকে এর অন্যতম কারণ বলে মনে করেন প্রধান বিচারপতি।