রিমঝিম বৃষ্টি কার না ভালো লাগে, তবে কর্মব্যস্ততার খাতিরে ঘরে বসে বৃষ্টিবিলাস করার ফুরসত অনেকেরই নেই। কাজের খাতিরে ঠিকই বের হতে হয় বাইরে। আর এ সময় কাজে বের হয়ে বৃষ্টিতে ভিজলে হতে পারে রোগব্যাধি।
তাই এ সময় বৃষ্টিতে ভেজার আগে দু’বার ভাবুন। বৃষ্টিতে যাতে ভিজতে না হয় সেজন্য ছাতা বা রেইনকোট মাস্ট ব্যবহার করুন। তারপরও যদি বৃষ্টিতে ভিজে যান, তাহলে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দ্রুত কয়েকটি কাজ সেরে নিন-