বাঁধগুলো খোলার বিষয় ভারত চাইলেই আগেই জানাতে পারত: রিজওয়ানা হাসান

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

ভারত তাদের বাঁধের দরজাগুলো খোলার আগে বিষয়টি চাইলে বাংলাদেশকে আগেই জানাতে পারত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।


রিজওয়ানা হাসান বলেন, ‘বাঁধের দরজা খোলার আগে ভারত বাংলাদেশকে বিষয়টি জানতে পারত। তারা প্রয়োজনে আমাদের এটা বলত—এখানে বৃষ্টিপাত বাড়ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের বাঁধের দরজাগুলো খুলে দেব বা খুলে যাবে। তোমরা প্রস্তুতি নাও। অন্তত এটুকু জানাতে তো কারও কোনো আপত্তি থাকার কারণ নেই। বিষয়টি আগে জানতে পারলে আমরা কিছুটা হলেও প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতাম। আমরা এত দিন ক্ষয়ক্ষতির হিসাবের জন্য অপেক্ষা করেছি। এখন ক্ষতির হিসাব হয়ে গেছে। এখন অবশ্যই আমরা ভারতের সঙ্গে বিষয়টি তুলব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us