শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগেও চারটি টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সবগুলোতেই হেরেছিল কিউইরা। এবারও পারলো নতুন সূর্যের উদয় ঘটাতে। বরং হারের সংখ্যাটাকে পাঁচে টেনে নিলো নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে অতিথিরা।
গল টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৭৫ রানের। সামর্থ্যের বিচারে লক্ষ্য বড় ছিল না। কিন্তু বাঁহাতি অর্থোডক্স প্রবাধ জয়সুরিয়ার ঘূর্ণিতে খেই হারিয়ে ২১১ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।