গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলো প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩

হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল আটটার পর থেকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় কারখানার পাশে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। অবরোধে মহাসড়কের উভয় পাশে যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।


শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময় সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পলমল গ্রুপের মণ্ডল ইন্টিমিটস লিমিটেড কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেয়নি। শ্রমিকেরা আজ সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় অবরোধ করেন। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান। বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখার সময় মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us