নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধের কোনো নির্দেশনা বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে সহিংসতার মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ না থাকায় টেলিটকের নেটওয়ার্ক এবং কিছু এলাকায় এনটিটিএন সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাময়িক সময়ের জন্য সেবায় বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিটিআরসির মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় গত ১৯ সেপ্টেম্বর দিনভর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন ওইদিন বিকেল ৪টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনায় এনটিটিএন অপারেটর ‘সামিট কমিউনিকেশন্স লিমিটেড’ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।