টানা দ্বিতীয় মাসের মতো পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছে বাংলাদেশ। আগের বছরের একই সময়ের চেয়ে গেল অক্টোবরে যা বেড়েছে ২০.৬ শতাংশ, যেখানে প্রধান অবদান পোশাক রপ্তানি চালানের। দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রম অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও – হয়েছে এই অগ্রগতি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে রপ্তানি থেকে বাংলাদেশের আয় পৌঁছেছে ৪১৩ কোটি ডলারে, যেখানে গত বছরের একই মাসে আয় ছিল (তথ্য সংশোধনের পর) ৩.৪২ বিলিয়ন ডলার, যা আগের তথ্য অনুযায়ী ৩.৭৬ বিলিয়ন ডলার জানানো হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকুডা কাস্টমস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রিয়েল-টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে এই তথ্য দিয়েছে ইপিবি।