একটি ক্রিস্টাল বা স্ফটিকে একজন মানুষের ডিএনএ’র সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। তাদের দাবি, কোটি কোটি বছর পর মানুষ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও আবার ফিরিয়ে আনা সম্ভব হবে এই সংরক্ষণের ফলে।
৫ডি মেমরি ক্রিস্টালের ওপর ডিএনএ তথ্য সংরক্ষণ করতে লেজার ব্যবহার করেছেন ‘ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন’-এর ‘অপটোইলেকট্রনিকস রিসার্চ সেন্টার (ওআরসি)’-এর একদল গবেষক। তারা বলছেন, এর মাধ্যমে কোটি কোটি বছর ধরে টিকে থাকবে এসব ডিএনএ তথ্য।
অন্যান্য সংরক্ষণ পদ্ধতির তুলনায় এই ক্রিস্টাল পদ্ধতিটি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায় না বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।