বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে। শিগগির এ অর্থছাড়ের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্যাসের মজুত নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘একটি সুসংবাদের মতো বলা চলে, সেটি হলো- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের সঙ্গে উন্নয়ন সহযোগীরা দেখা করছেন। প্রত্যেকে একটি কথা বলছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা অব্যাহত রাখবে। এবং সহায়তার পরিমাণ বাড়াবে। আজই আমার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেখা করতে আসবেন।’