গরমে স্বস্তি পেতে কিংবা বর্ষায় ঘরেরে আর্দ্রতা ঠিক রাখতে এসি ব্যবহার করেন। শীত প্রায় দোর গোড়ায়। রাতের হীম জানান দিচ্ছে শীতের আগমন। রাতে বেশিরভাগ এখন এসি বন্ধ করেই ঘুমাচ্ছেন। কয়েকদিন পর দিনেও এসি বন্ধ রাখতে হবে। শীতের সময় দীর্ঘদিন এসি বন্ধ রাখতে হবে।
তিন-চার মাস বন্ধ থাকবে এসি। তারপর এসি চালিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগেই কয়েকটি কাজ করতে পারেন। এতে দীর্ঘদিন এসি বন্ধ থাকলেও কোনো সমস্যা হবে না। জেনে নিন শীতের আগে এসির যে কাজগুলো করা জরুরি-