দল নেই ছন্দে। আসছে না প্রত্যাশিত ফলাফল। তাতে বেশ চাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। অবশ্য ক্লাব কর্তাদের আস্থার হাত এখনও আছে তার ওপর। আর এই বিশ্বাস ধরে রাখতে দলকে জয়ের ধারায় ফেরানোর বিকল্প দেখছেন না এই ডাচ কোচ।
দীর্ঘদিন ধরে সেরাটা দিতে ভুগছে পুরো ইউনাইটেড দল। গত মৌসুমের হতাশার ধারা চলছে এবারও। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে আছে ১৪ নম্বরে।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির এমন হতাশাজনক পারফরম্যান্সে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে দিনকে দিন। সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর তার ওপর চাপ বেড়েছে আরও। যদিও ওই ম্যাচের পরপরই টেন হাগকে আরও সময় দেওয়ার কথা বলেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেরাদা।