বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিদের ‘আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারী’ বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।
সেলিমা রহমান বলেন, “আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারো বলছি, আপনারাই এদেশের ভবিষ্যৎ, আপনরাই এদেশ শাসন করবেন, আপনারা সততার সাথে সংঘদ্ধ হোন। এখনো বিএনপির নামে এই চাঁদাবাজি, বিভিন্ন রকম কথা আসছে।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢোকাবেন না। কারণ এরা আওয়ামী লীগের, এরা এখন দলে ঢোকার চেষ্টা করছে।”
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় সেলিমা রহমান কথা বলছিলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের আন্দোলনে যে সব দল বিএনপির সঙ্গে সাড়া দিয়ে পথে নেমেছিল, সেইসব শরিক দলগুলোর মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করার ওপর তাগিদ দিয়েছেন সেলিমা রহমান।