প্রথম মা হতে চলেছেন। এ নিয়ে কতই–না উচ্ছ্বাস, কতই-না উত্তেজনা শান্তা সূত্রধরের। ধীরে ধীরে সময়টাও এগিয়ে আসছিল। কিন্তু সপ্তাহখানেক ধরে শঙ্কার মেঘ দেখা দেয়। ডেঙ্গুতে আক্রান্ত এই প্রসূতির শারীরিক জটিলতা বেড়েই চলছিল। অবশেষে গতকাল সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের মুখ দেখে ওই দিন রাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন শান্তা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শান্তা। একই হাসপাতালে ওই দিন বিকেলে মারা যান আরেক নারী শাকিলা আকতার (২৬)। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গুতে মারা যাওয়া শান্তা নগরের লাভ লেন এলাকার বাসিন্দা। শাকিলার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।