নিরাপত্তা শঙ্কায় উয়েফা নেশনস লিগের হোমম্যাচ নিজেদের দেশে আয়োজন করেনি ইসরায়েল। ইতালির বিপক্ষে ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে হাঙ্গেরিকে বেছে নিয়েছিল ইহুদি রাষ্ট্রটি। সেখানে গিয়েও ইতালি সমর্থকদের তোপের মুখে পড়েছে তারা।
ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালে কঠোর প্রতিবাদ জানিয়েছেন ইতালির সমর্থকরা। কালো পোশাকে ৫০ জনের মতো সমর্থক জাতীয় সংগীত গাওয়ার সময় উল্টো হয়ে মাঠের দিকে পিছ করে দাঁড়ান।