জর্জিয়ায় নিজের স্কুলেই গুলি চালায় কিশোরটি, চলছে জিজ্ঞাসাবাদ

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলি করে চারজনকে হত্যার ঘটনায় আটক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নিরাপত্তা হেফাজতে নিয়েছেন।


ওই কিশোরের নাম কোল্ট গ্রে। তার বয়স ১৪ বছর। সে ওই একই স্কুলের শিক্ষার্থী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। জর্জিয়া তদন্ত ব্যুরোর প্রধান ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।  


আপালেচি হাইস্কুলের তদন্তকারী কর্মকর্তা বলছেন, স্কুলে হামলার হুমকি দেওয়ায় গত বছরও এই কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।



তবে এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে স্কুলে হামলা করার হুমকি দিয়ে অনলাইনে পোস্ট দেওয়ার পর ১৩ বছরের এক কিশোর এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এফবিআইয়ের বিবৃতিতে ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। জর্জিয়ার কর্মকর্তারা বলেছেন, স্কুলে গুলি চালানোর ঘটনায় যে কিশোরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, সেই ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us