মাশরাফি–লিটন ১০০, নাজমুল ৫০—বাংলাদেশের কোন টেস্ট অধিনায়কের কত শতাংশ জয়

প্রথম আলো প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮

১৩—সংখ্যাটাকে অনেকে ‘অপয়া’ বলেন। কিন্তু নাজমুল হোসেন সেটা মানবেন কেন! বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক তিনি। তাঁর জন্য সংখ্যাটা তো দারুণ পয়া। টেস্ট ক্রিকেটে এক ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিলে নাজমুলই যে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক।


ক্রিকেট খেলাটাই পরিসংখ্যানের। সেই পরিসংখ্যান বলছে, টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস। অধিনায়ক হিসেবে তাঁদের দুজনেরই জয়ের হার ১০০ শতাংশ! এমন সফল টেস্ট অধিনায়ক হয়তো টেস্ট ক্রিকেটের ইতিহাসেই বিরল।



কিন্তু পরিসংখ্যান কখনো কখনো মায়াবী বিভ্রম। মাশরাফি আর লিটনের টেস্ট নেতৃত্ব আর সাফল্যের বেলায়ও বিষয়টি অনেকটা সে রকমই। কারণ, দুজনেই যে টেস্টে বাংলাদেশকে একটি করে টেস্টেই নেতৃত্ব দিয়েছেন। মাশরাফি তো পুরো টেস্টও নয়


উল্টো ওই টেস্টটা হয়তো তিনি ভুলেই যেতে চাইবেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টেস্ট। মাত্রই অধিনায়ক হয়েছেন মাশরাফি। কিন্তু সেটা উপভোগ করতে পারলেন কই! বোলিংয়ের সময় চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান মাশরাফি। ম্যাচের পরের অংশে দলকে নেতৃত্ব দেন সেই সিরিজের সহ–অধিনায়ক সাকিব আল হাসান। এরপর মাশরাফির আর টেস্টই খেলা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us