বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে কয়েক মাস আগে নতুন ঘর করেছিলেন ফেনীর ফাজিলপুর উপজেলার শিবপুরের বাসিন্দা ঠাকুর চান দাশ। কিন্তু পরিবার নিয়ে তার নতুন ঘরে থাকার সুখ ভেসে গেছে এক সপ্তাহের বন্যায়।
বানের পানি ধীরে ধীরে সরতে শুরু করলেও কবে কাজকর্ম শুরু করতে পারবেন, কীভাবে ঘুরে দাঁড়াবেন আর ঋণের কিস্তিইবা পরিশোধ করবেন কীভাবে- এসব নিয়ে এখন দুশ্চিন্তায় সময় কাটছে ঠাকুর চানের।
ফেনীর বানভাসি বিভিন্ন উপজেলার অনেক খেটেখাওয়া মানুষের দশাও ঠাকুর চানের মতই।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অনেক গ্রাম, সড়ক ও ঘরবাড়ি এখনও পানির নিচে থাকলেও কিছু কিছু জায়গায় পরিস্থিতি উন্নতির দিকে।
এসব এলাকায় কয়েকদিন ধরে পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ।