একের পর এক শিরোপা জয়ের কারণে রিয়াল মাদ্রিদ আগেই পেয়েছে ‘রয়্যাল মাদ্রিদ’ উপাধি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টগুলোতে রিয়ালের একচেটিয়া আধিপত্য। কার্লো আনচেলত্তির রিয়ালকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় বিবর্ণ দেখাচ্ছে।
এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদ এরই মধ্যে তিন ম্যাচ খেলেছে। রিয়াল জিতেছে কেবল সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে। বাকি দুই ম্যাচ প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়েছে আনচেলত্তির দল। মায়োর্কা, লাস পালমাস দুই দলের বিপক্ষেই ১-১ গোলে ড্র করেছে রিয়াল। যার মধ্যে গ্র্যান ক্যানারিয়ায় গত রাতে রিয়াল খেলেছে লাস পালমাসের বিপক্ষে। ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘মৌসুম মাত্র শুরু হয়েছে। দুই অ্যাওয়ে ম্যাচের মতো এভাবে পয়েন্ট হারাতে চাই না।’