পশ্চিমা প্রযুক্তি এবং অর্থের সহায়তায় ইউক্রেইন রাশিয়ার ভেতরে শত শত দূর-পাল্লার হামলা চালাতে সক্ষম হচ্ছে। যদিও নেটো মিত্রদেশগুলো এখনও যুদ্ধ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেইনকে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ও গোলাবরুদ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
ইউক্রেইন গত কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এক সপ্তাহের মধ্যে কয়েকবার তারা একাধিক ড্রোন দিয়ে রাশিয়ার কৌশলগত নিশানাগুলোতে এসব দূর পাল্লার হামলা চালাচ্ছে।
রাশিয়ার ভেতরের এই নিশানাগুলোর মধ্যে আছে ব্মিান ঘাঁটি, তেল ও গোলাবারুদের ডিপো এবং কমাণ্ড সেন্টারগুলো।