মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ই-মেইল সেবা জিমেইলে নতুন ফিচার নিয়ে এসেছে। ই-মেইলে লেখা বার্তাকে আরও বেশি সাজানো-গোছানো করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) যোগ করেছে প্রতিষ্ঠানটি। জেমিনি এআইয়ের মাধ্যমে অগোছাল ও অসম্পূর্ণ লেখাকে ‘ফরমাল’ বা পেশাদার ই-মেইলে রূপ দেবে ‘পোলিশ’ নামের ফিচারটি। টেকটাইমস।
জিমেইলের নতুন মেইল লিখতে এর ‘কম্পোজ’ অপশনে ক্লিক করতে হয়। এরপর প্রয়োজন মাফিক লেখার পর অনেক সময় অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হয়। পরবর্তী সময়ে ‘ড্রাফটস’ অপশন থেকে আবার লেখা শুরু হয়। কম্পোজ বা ড্রাফটস যে কোনো জায়গা থেকেই ‘পোলিশ’ ফিচারটি ব্যবহার করা যাবে।