চট্টগ্রামে বন্যা পরিস্থিতি কিছু এলাকায় অপরিবর্তিত থাকলেও নতুন করে মীরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হচ্ছে।
মীরসরাই উপজেলা প্রশাসন জানিয়েছে, ফেনী নদীর পানি বাড়তে থাকায় এ উপজেলার ইউনিয়নগুলো এখন প্লাবিত হচ্ছে। উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সাতটি বন্যায় আক্রান্ত হয়েছে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করের হাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী ও কাটাছড়া ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।