যেকোনো নবজাতকের জন্মের আগেই তার অণ্ডকোষ থলিতে থাকার কথা। কিন্তু অনেক শিশু জন্মের পর দেখা যায় অণ্ডকোষ থলিতে নেই। মাঝেমধ্যে ওপরে উঠে আসে বা অণ্ডকোষ প্যাঁচ খেয়ে মারাত্মক সমস্যা হতে পারে। এ ছাড়াও শিশুদের অণ্ডকোষে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শিশুদের অণ্ডকোষের যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হলো:
পেটের ভেতর থেকে নিচে না নামা
অভিভাবকেরা প্রথমে বিষয়টি না–ও বুঝতে পারেন। শিশু একটু বড় হলে সমস্যাটি ধরা পড়ে। যদি আলট্রাসনোগ্রাম করা হয়, তবে দেখা যায় কুঁচকিতে অণ্ডকোষ রয়ে গেছে, নিচে যথাস্থানে নামতে পারেনি। এক বছর বয়সের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে নামিয়ে আনলে পরে আর সমস্যা হয় না।