আগামী ৬ সেপ্টেম্বর শুরু শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনজন হকি খেলোয়াড়। আমন্ত্রণে সাড়া দিয়ে তিন চেনা মুখ রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিতুল ও খোরশেদুর রহমানকে শ্রীলঙ্কায় খেলতে দিতে হকি ফেডারেশনের কোনো আপত্তি ছিল না। তবে তিন খেলোয়াড় অনুমতি পাননি তাঁদের নিজ সংস্থা বাংলাদেশ নৌবাহিনী থেকে। ফলে সুযোগ এলেও তাঁদের শ্রীলঙ্কায় খেলা হচ্ছে না।
হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক (প্রিন্স) এ বিষয়ে প্রথম আলোকে বলেছেন, ‘এই তিন খেলোয়াড়ের শ্রীলঙ্কায় খেলার আমন্ত্রণের ব্যাপারে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু তারা বলেছে, দেশের পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় তাদের ছাড়বে না।’