নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণে’ শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা

যুগান্তর প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১৫:৪০

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর ‘প্রিয় প্রাঙ্গণে’ এ যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 


অভিযানকালে ‘প্রিয় প্রাঙ্গণ’ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে ৫০০ টাকার ৪টি বান্ডেল, যার প্রতিটিতে ১০০টি করে নোট (মোট দুই লাখ টাকা), ১০০০ টাকার নোট-৭৫টি (মোট ৭৫ হাজার টাকা), ২০০ টাকার নোট ১০০টি (মোট ২০ হাজার টাকা), ৫০০ টাকার মোট ২২টি (মোট ১১ হাজার), ১০০ টাকার নোট ২৭টি (মোট ২৭০০ টাকা)। সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বামদিকে আরেকটি ড্রয়ার হতে ৫০০ টাকার ১০০টি নোট, ৫০০ টাকার ৩০টি নোট, ১০০ টাকার ১০০টি নোট, ১০০ টাকার ৪৬টি নোট, ৫০০ টাকার ৪টি নোট, ১০০ টাকার ৪০টি নোটসহ সর্বমোট ৮৫ হাজার ৬০০ টাকা।  উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের ২টি ড্রয়ার থেকে সর্বমোট ৩ লাখ ৯৪ হাজার ৩০০/- টাকা জব্দ করা হয়। 



ওই বিল্ডিংয়ের ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ১০০০ টাকার বান্ডেল ২০টি, প্রতি বান্ডেলে ১০০টি করে নোট, ৫০০ টাকার নোট ১২০টি, ১০০ টাকার বান্ডেল ৩টা, ১০০ টাকার নোট ২০টি, ১০০০ টাকার নোট একটি। সর্বমোট ২০ হাজার ৯৩ হাজার টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হলো। 


অফিস থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট, যার একটি ছেড়া, তুর্কি মুদ্রা (লিরা) ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট ২টি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ও ১০ লিরার নোট ৪টি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us