বৈশ্বিক তাপপ্রবাহ ক্রমশই দীর্ঘ ও নির্মম হয়ে উঠছে, যেখানে এক সময় এয়ার কন্ডিশনার বা এসি’র মতো যন্ত্রও কাজ করা বন্ধ করে দেবে, এমন ঝুঁকি রয়েছে।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ‘আইডা’ আঘাত হেনেছিল, যার ফলে সৃষ্টি হয়েছিল বিপজ্জনক বন্যা। এতে করে সে সময় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
এর পর থেকেই সেখানে তাপপ্রবাহ শুরু হয়, যেখানে তাপমাত্রা বেড়ে গিয়েছিল ৩২ ডিগ্রি সেলশিয়াসের ওপর। সে সময় বাসাবাড়িতে থাকা লোকজন এই তাপ থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে চাইলেও বিদ্যুৎ ছিল না তখন।