একটি স্থায়ী ক্রিকেট স্টেডিয়ামের অভাবে আয়ারল্যান্ড ক্রিকেটের অগ্রগতি বাধাগ্রস্থ হয়েছে নানা সময়েই। টেস্ট খেলুড়ে দেশ হলেও স্থায়ী স্টেডিয়াম নেই তাদের। অবশেষে সেই শূন্যতা তাদের পূরণ হতে চলেছে। আয়ারল্যান্ডে একটি স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের অনুমতি দিয়েছে আইরিশ সরকার।
ডাবলিনের উপকণ্ঠ ব্লাডচার্ডসটাউনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে গড়ে তোলা হবে এই ক্রিকেট স্টেডিয়াম। সেখানে থাকবে একটি হাই পারফরম্যান্স সেন্টারও।
মূলত ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে আইরিশ সরকার। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে ওই আসরের আয়োজন আয়ারল্যান্ডও।