৫ আগস্ট বিকেল থেকে বলতে গেলে একরকম পুলিশশূন্য হয়ে পড়ে ঢাকা। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের আনন্দ–উচ্ছ্বাস খানিকটা মিইয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জেঁকে বসে নতুন এক আতঙ্ক—ডাকাত। কীভাবে ডাকাতি প্রতিরোধ করা যায়, ওই রাতেই নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোডের কয়েক তরুণ। সেই ভাবনা থেকেই নিজেরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। এই দলের অন্যতম উদ্যোক্তা সৈয়দ রিদওয়ান হোসেন বলেন, ‘গ্রুপে শুরুতে ছিলাম আমরা তিনজন। পরদিন ফেসবুকে সেটা শেয়ার করে এলাকার লোকজনকে অ্যাড হতে উদ্বুদ্ধ করি। ডাকাত এলে কী করতে হবে, এ–বিষয়ক নানা পরামর্শও দিতে থাকি। কেন দা-বঁটি বা ধারালো অস্ত্র না নিয়ে লাঠি নিতে হবে, সেসব পোস্ট করি। দ্রুত আশপাশের লোকজন সেই গ্রুপে যোগ দিতে শুরু করে। এরপর দলে দলে ভাগ হয়ে আমরা সলিমুল্লাহ রোডের বাড়িঘর পাহারা দিতে শুরু করি। নানা বয়সের মানুষ, নারী-পুরুষ এসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।’ পেশায় স্ট্যান্ডআপ কমেডিয়ান রিদওয়ান জানান, এই রোডে ৩০টির মতো বাড়ি আছে। সব বাড়ি থেকেই লোকজন এসে গল্পগুজব করছে, আড্ডা দিচ্ছে। গ্রুপে প্রতিদিন সেনাবাহিনীর টহল দলের নম্বর আপডেট হচ্ছে। মানুষের ভয়ও কিছুটা কমেছে।
একই রকম উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদপুরে শেখেরটেক এলাকার প্রমিনেন্ট হাউজিংয়ে বসবাসরত লোকজনও। এই হাউজিংয়ের বাসিন্দা মাহবুবুর রহমান একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বলেন, ‘আমাদের এই হাউজিংয়ে ৩০টি ভবনে প্রায় ৪০০ পরিবারের বাস। এত দিন হাতে গোনা কয়েকজনের সঙ্গেই পরিচয় ছিল। কিন্তু পাহারায় বেরিয়ে এখন নানা মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। প্রতিদিন নানা রকম আয়োজন হচ্ছে। নিজেদের ব্যবস্থাপনায় পালা করে দুই শিফটে রাতে পাহারা দিচ্ছি আমরা। সেই উপলক্ষে বিশাল ডেকচিতে করে খিচুড়ি, তিহারি রান্না হচ্ছে। দীর্ঘ সময় একসঙ্গে গল্পগুজবের ফলে সবার মধ্যে বন্ধন গড়ে উঠেছে।’
মিরপুর এলাকার কয়েকটি গলি ঘুরেও একই ধরনের দৃশ্য চোখে পড়ল। কাজীপাড়ার একটি গলিতে কিছুক্ষণ পরপর পাঁচ থেকে ছয়জনের একেকটি দল চোখে পড়ে। কোনো দল নিজেদের মধ্যে গল্প করছে, কেউ কেউ অনলাইনে লুডু খেলছে। পাশে রাখা চ্যালা কাঠ। মোটরসাইকেল থামাতেই এগিয়ে এলেন দুজন। মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহমুদ মানসুর জানান, রাত ১২টার পর থেকে কাজীপাড়ার বিভিন্ন গলিতে ছোট ছোট দলে ভাগ হয়ে পাড়ার ছেলেরা জেগে থাকেন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই দ্রুত ফোনে বাকি গ্রুপগুলোকে জানানো হয়।
ডাকাতের আতঙ্কে পুরো দেশ যখন তটস্থ, ধানমন্ডিতে তখন একসঙ্গে ২০ থেকে ২৫টি গাড়িতে করে টহল দিতে দেখা যায়। পাহারা দলে থাকা ধানমন্ডির স্থায়ী বাসিন্দা জিবরান ইবনে আতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘আমার নিজেদের গাড়ি নিয়ে এসে এলাকাবাসীর আতঙ্ক কাটাতে চেষ্টা করছি। দুই দিন পর থেকে যখন গাড়ির সংখ্যা বেড়ে ৪০ থেকে ৫০টি হয়েছে, তখন বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৫টি করে গাড়ি ভাগ হয়ে পাহারা শুরু হয়। এভাবে পুরো ধানমন্ডি আবাসিক এলাকায় পাহারা চলছে, পুলিশের কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’ ব্যক্তিগত গাড়ির দল ছাড়াও আলাদা কয়েকটি ছোট পিকআপ ভাড়া করে সিকিউরিটি টহলের ব্যবস্থা রাখা হয়েছে। একটি অ্যাপও ডেভেলপ করা হয়েছে, যেখানে যেকোনো সমস্যায় দ্রুত সাড়া মিলছে। ধানমন্ডির বাসিন্দা রুমিনা নাসরীন বলেন, ‘যেদিন থেকে দেখছি কিছুক্ষণ পরপর গাড়ি করে ছেলেরা টহল দিচ্ছে, সেদিন থেকে শান্তি লাগছে। প্রথম দুই দিন তো আতঙ্কে সারা রাত জেগে ছিলাম। তাই কৃতজ্ঞতার জায়গা থেকে ওদের জন্য একদিন খাবার পাঠিয়েছি।’
বনানীর স্থায়ী বাসিন্দা আপন আহসান একজন সংস্কৃতিকর্মী। তিনি জানান, বনানী সোসাইটির ব্যানারে এই এলাকার বাসিন্দারা ৬ আগস্ট থেকে প্রতি রাতে পাহারা দিচ্ছেন। আপন আহসান বলেন, ‘শুরুটা ৪ থেকে ৫ জনের উদ্যোগ হলেও সেই সংখ্যা ১০০ থেকে ১৫০–এ পৌঁছাতে সময় লাগেনি। নিজ দায়িত্বেই সবাই এগিয়ে এসেছেন। যে কারণে প্রথম দিন কিছু দুর্ঘটনা ঘটলেও পরে সেটা সামলানো গেছে। রাতে যাঁরা পাহারায় দিতে চান, আসার আগে গ্রুপে জানিয়ে দেন। এরপর একটা ফর্ম পূরণ করেন। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর অনুমতি মেলে। রাতে যাঁরা টহলে থাকেন, সোসাইটির উদ্যোগের বাইরেও তাঁদের জন্য বিভিন্ন বাসা থেকে নানা রকম খাবার আসে। দলমত ভুলে আমরা বনানীবাসী—এ পরিচয়ই সবার কাছে মুখ্য হয়ে উঠেছে। টহল দলে ছেলে, মেয়ে, তরুণ, মাঝবয়সী—সব রকম লোকই আছে। রাত জেগে তাঁরা আরও নানা রকম উদ্যোগ নিয়ে ভাবছেন। ট্রাফিক সিস্টেম, নো হর্ন ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, দেয়ালচিত্রের মতো বিষয়গুলো নিয়ে ছেলেমেয়েরা নিয়মিত কাজ করতে চায়।’