মহাকাশ মানেই যেন চমক। বিশাল মহাকাশজুড়ে প্রতিনিয়ত দেখা যায় নানা ধরনের মহাজাগতিক ঘটনা। কোনো কোনো ঘটনা স্বাভাবিক, প্রায় সব সময় দেখা যায়। আবার কিছু ঘটনা অনেক বছর পরপর দেখা যায়। কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে।
চলতি বছরের শেষ নাগাদ আমরা পৃথিবী থেকে যে নোভার ঝলক দেখতে পাব, তা আসলে দুই হাজার বছর আগে বিস্ফোরিত হয়েছিল। সেই বিস্ফোরণের আলো এ বছরের শেষ নাগাদ আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে। ১৮৬৬ ও ১৯৪৬ সালে দুটি নোভার ঘটনা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।